সাতকানিয়ায় বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার ২

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ৬ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. মহিউদ্দিন (৫২) ও মো. মাহফুজ রহমান (৩০)। গত শনিবার রাতে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ মৌলভীর দোকান এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ মৌলভীর দোকান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. মহিউদ্দিন উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছোট ঢেমশা ফকির পাড়ার মৃত নুরুল ইসলাম সওদাগরের ছেলে। মো. মাহফুজ রহমান একই এলাকার আবদুস সালাম বাবুর্চির ছেলে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান বলেন, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ফার্মাসিস্ট ডে’তে বিজিসি ট্রাস্ট ভার্সিটির র‌্যালি
পরবর্তী নিবন্ধসমাজে সম্প্রীতি বজায় রাখতে হবে