বিশ্ব ফার্মাসিস্ট ডে’তে বিজিসি ট্রাস্ট ভার্সিটির র‌্যালি

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫৫ পূর্বাহ্ণ

ফার্মাসি উইনাইটেড ইন একশন ফর এ হেলদিয়ার ওয়ার্ল্ড- প্রতিপাদ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে এবং বিভাগের ২৬তম ব্যাচের সহযোগিতায় বিশ্ব ফার্মাসিস্ট ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, র‌্যালি, ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ফার্মেসি বিভাগের শিক্ষক ড. মো. জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. নারায়ন বৈদ্য। অনুষ্ঠান উদ্বোধন করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ। ফার্মেসি বিভাগের শিক্ষক জুয়েল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ইংরেজি বিভাগের অধ্যাপক শ্বাশতী দাশ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, জার্নালিজম মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুর রশিদ, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ফার্মেসি বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, ওষুধ শিল্প আজ বাংলাদেশে রপ্তানিমুখী একটি বৃহৎ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বমানের ওষুধ তৈরির ক্ষেত্রে আমাদের ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার ২