সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে রোটারি ক্লাব চট্টগ্রাম এরিস্টোক্রেট

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০৬ অপরাহ্ণ

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার ৫০০ পরিবার পেলো রোটারি ক্লাব অফ চট্টগ্রাম এরিস্টোক্রেটের সহায়তা। গত শুক্রবার উপজেলার কাঞ্চনা এলাকায় বন্যাদুর্গত এই অসহায় পরিবার গুলোর হাতে ত্রাণ পৌছে দেন ক্লাবের সদস্যরা। ‘পাশেই আছি’স্লোগানকে ধারণ করে বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া লোকদের নৌকার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌছে দেন রোটারেক্টরা। সহায়তার মধ্যে শুকনো খাবার ও কাপড় রয়েছে। রোটারিয়ান সরোজ বড়ুয়া বলেন, পাশেই আছিএই প্রত্যয়ে আমরা চেষ্টা করেছি কিছু পরিবারকে সহযোগিতা করার, এটা হয়তো খুবই সামান্য কিন্তু তারপরও আমরা সামিল হতে চেয়েছিমানবতার জন্য, পাশে থাকার জন্য। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন রোটারি ক্লাব চট্টগ্রাম এরিটোক্রেটের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাইকা সেফা ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এসএম মুহিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সরোজ বড়ুয়া। আরো সহযোগিতা করেন রোটারেক্টর মাহমুদ উল্লাহ, জয় দে, ইলিয়াস উদ্দিন আকাশ, ইকরামুল হক রাজু, ইসলাম রাফি। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাঈকা সেফা ও চার্টাড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বন্যাকবলিতদের সাথে থাকার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার আনিসের হাটহাজারীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানা প্রশাসন ও আবাসিক এলাকা কল্যাণ সমিতির মতবিনিময়