সাতকানিয়ায় বন্ধুকে মারধরের প্রতিশোধ নিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মো. তারেক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বাবা আবু ছিদ্দিক বাদী হয়ে ৮ জনকে এজাহারভুক্ত ও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে গতকাল শুক্রবার রাতে সাতকানিয়া থানায় এ মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর পর আটককৃত মনির আহমদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকালে ছদাহা ইউনিয়নের খোর্দ কেঁওচিয়া এলাকার জুয়েল তার বন্ধুদের নিয়ে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আফঝল নগর মহুরী পাড়ার সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাদাত হোসেনকে মারধর করে।
খবর পেয়ে শাহাদাতের এলাকার বন্ধু মো. তারেক, হেলাল উদ্দিন, সাজ্জাত ও শহীদসহ কয়েকজন বন্ধু প্রতিশোধ নেয়ার জন্য ঐদিন রাতে খোর্দ কেঁওচিয়া এলাকায় যায়। এসময় খোর্দ কেঁওচিয়া এলাকার জুয়েল, মিনহাজ, মনিরসহ ১০-১২ জনের দল সংঘটিত হয়ে তারেক, হেলাল ও সাজ্জাদদের ওপর হামলা চালায়। এসময় জুয়েল ও তার সহযোগীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. তারেক ঘটনাস্থলে নিহত হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মো. তারেক হত্যার ঘটনায় তার বাবা আবু ছিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে মনির আহমদ নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামী মনিরকে আজ শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।