সাতকানিয়ায় ছিনতাইয়ের মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ৯:০৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় ছিনতাইয়ের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প্রেপ্তারকৃতের নাম রেজাউল করিম টিটু (৩৮)।
আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পুরানগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাশিমপাড়ার রফিকুল করিম মোনাফের পুত্র তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী রেজাউল করিম টিটু আজ বিকালে কালিয়াইশের মৌলভীর দোকান এলাকায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ও এসআই তাপস চন্দ্র মিত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, প্রেপ্তারকৃত রেজাউলের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানার একটি ছিনতাইয়ের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। আগামীকাল রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমরা প্রস্তুত
পরবর্তী নিবন্ধমুসলিম দেশগুলোতে ভাস্কর্য ইসলামবিরোধী নয়, বাংলাদেশে কেন এটা অযৌক্তিক?