সাতকানিয়া পৌরসভা নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জোবায়ের। তিনি সাতকানিয়া পৌরসভার বর্তমান মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
আজ বুধবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি চূড়ান্ত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের ঐ সভায় সাতকানিয়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পুনরায় বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়েরকে চূড়ান্ত করা হয়েছে।
মফিজুর রহমান আরো জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার ও বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়েরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
এদিকে, গত ৩ জানুয়ারি সাতকানিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নগরীর বন্দর থানা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, আগামী ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষদিন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ও ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাতকানিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩৭ হাজার ৫শ’ ৪০ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৬শ’ ২২ জন পুরুষ ও ১৭ হাজার ৯শ’ ১৮ জন মহিলা ভোটার।
সাতকানিয়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর মেয়র মোহাম্মদ জোবায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো আমাকে দলীয় মনোনয়ন প্রদান করায় আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুনরায় দলীয় মনোনয়নপ্রাপ্তির মাধ্যমে পৌরবাসীর জন্য নিবেদিতভাবে কাজ করার প্রেরণা পেলাম।”