ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে যা উল্লেখ করেছেন ধাপে ধাপে বাস্তবায়ন করা যাচ্ছেন। আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করে যাচ্ছি। সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওকরণের পাশাপাশি সুরম্য একাডেমি ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধন করা হয়েছে। তিনি গত ১২ নভেম্বর সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের উদ্বোধন ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া সহকারী ভূমি কমিশনার সুজিত রুদ্র, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ লিটন, মাদার্শা ইউপির চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, হামিদুর রহমান সিকদার, মোহাম্মদ জকরিয়া, মোজাহার মেম্বার, আহমদ ছফা, মনজুর আলম, বজলুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, প্যানেল চেয়ারম্যান নুরুল কবির, আবুল ফয়েজ, ইউপি সদস্য আবুল হোসেন মনু, ইজ্জত আলী, নুর আহমদ কালু, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হাসেম, শফিউল আলম পলাশ, দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ এরশাদ, খোরশেদ আলম, নোমান সিকদার, মোহাম্মদ তৌফিক, রাফসান আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












