সাতকানিয়ায় তাঁতী লীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৫৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়ন তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাসমত গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ হাসমতের স্ত্রী তাসমিন আক্তার বাদনী হয়ে গত বৃহস্পতিবার রাতে ৯ জনের নাম উল্লেখ করে ও ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার আবদুল জলিলের পুত্র তাঁতী লীগ নেতা মো. হাসমতের উপর বাড়ির পার্শ্ববর্তী মনসুর শাহ জামে মসজিদের সামনে রাস্তার উপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাসমত গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলিবিদ্ধ হাসমতের স্ত্রী তাসমিন আক্তার জানান, ঘটনার দিন রাতে আমার স্বামী বাড়ির পার্শ্ববর্তী জনৈক আহমদ কবিরের দোকানে বসে চা পান করছিল। এসময় অস্ত্র, দা, ছুরি ও হকিস্টিক নিয়ে সন্ত্রাসীরা দোকানের দিকে এগিয়ে আসলে আমার স্বামী দৌঁড়ে বাড়ির দিকে চলে আসার চেষ্টা করে। মনসুর শাহ জামে মসজিদের সামনে পৌঁছার পর সন্ত্রাসীরা আমার স্বামীকে ঘিরে ফেলে। এরপর তাদের হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় এবং গুলি করে। এসময় আমার স্বামী গুলিবিদ্ধ হয়ে ও দায়ের কোপে গুরুতর আহত হয়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে চলে যায়। আমার স্বামী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হাসমতের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় মো. মিজান, মো. সুমন, মহিম, শহীদুল ইসলাম শহীদ, রিয়াজউদ্দিন রিয়াদ, মিজান, মিজানুর রহমান শাকিল, মো. ইব্রাহিম ও আবদুল্লাহ আল খালেদের নাম উল্লেখ করে ও ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, গুলিবিদ্ধ হয়ে ও দায়ের কোপে আহত হওয়া হাসমতের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধভিসানীতি চাপ প্রয়োগে অপাঙ্‌ক্তেয় কৌশল
পরবর্তী নিবন্ধজাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ : পরিস্থিতি ও প্রত্যাশা