সাতকানিয়ায় গৃহনির্মাণ সামগ্রী বিতরণ এম এ মোতালেবের

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ সামগ্রী ও চেক বিতরণ করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্প্রতি এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, পিআইও কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শিকদার, সেলিম উদ্দীন, আনম সেলিম উদ্দীন, উসমান আলী, লেয়াকত আলী, আবু সালেহ, মোজাম্মেল হক চৌধুরী, জসিম উদ্দিন, রিদোয়ানুল হক সুমন, সাইফুল ইসলাম সুমন, মোহাম্মদ আলী, মো. রিয়াদ, মোহাম্মদ ইদ্রিস, মো. ইমরান, সাখাওয়াত হোসেন প্রমুখ। এ সময় এম এ মোতালেব বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শত পরিবারের মাঝে এই গৃহনির্মাণ সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করা হবে। মানুষের দুর্যোগ মুহূর্তে আওয়ামী লীগ সব সময় পাশে ছিলো এবং বর্তমানেও আছে। আমরা পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়াবো। ইতিমধ্যে খাদ্যসামগ্রী সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় এলাকার মানুষ খাদ্যসামগ্রী পেয়ে গেছেন। সামপ্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট নদী ও খাল পাড় ভাঙন রোধসহ বিধ্বস্ত সড়ক সংস্কারে দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবিনশ্বর নজরুল
পরবর্তী নিবন্ধগান ও কথা মালায় বঙ্গবন্ধুকে স্মরণ