সাজেকে জিপের ছাদ থেকে ছিটকে শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে জিপের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে সাজেক সড়কের ৯ নাম্বার পাড়া এলাকায় জিপের ছাদ থেকে পড়ে মঙ্গল জ্যোতি চাকমা নামে (৮) এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির বাবা পলক চান চাকমাও গুরতর আহত হয়। সে সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ার বাসিন্দা। এদিকে, সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বিষয়ে সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদার বলেন, গতকাল শুক্রবার দুপুরে মাচালং বাজার থেকে সাজেকের রুইলুই ফেরার পথে নয় নম্বর পাড়ায় উঁচু টিলায় উঠার সময় গাড়ির ছাদ থেকে ছিটকে পড়ে বাবা-ছেলে, এসময় শিশু মঙ্গল জ্যোতি চাকমা ঘটনাস্থলেই নিহত হয়। পরে আহত অলকচান চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের প্রতীকের সচেতনতামূলক কর্মসূচি
পরবর্তী নিবন্ধগ্রামাঞ্চলে সরকারের পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পাচ্ছে জনগণ