গ্রামাঞ্চলে সরকারের পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পাচ্ছে জনগণ

প্রকল্পের কাজ পরিদর্শনে হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে পটিয়ায় যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তার সুফল ভোগ করে জনগণ উপকৃত হয়েছে। বৃহৎ উন্নয়ন প্রকল্পের পাশাপাশি গ্রামকে শহর করতে গ্রামে টিউবওয়েল, সোলার লাইট, পুকুর ঘাট, স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক, যোগাযোগ খাতের সড়ক ও সেতু, কালভার্ট, ডিজিটাল সেবার জন্য ই-পোস্ট সেন্টারসহ নানা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে গ্রামাঞ্চলে সরকারের এ উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পাচ্ছে জনগণ। সাধারণ মানুষের কল্যাণে এসব উন্নয়ন প্রকল্প অনন্য ভূমিকা রাখছে। সর্বোপরি সামগ্রিক উন্নয়নের মাধ্যমে পটিয়া মডেল শহরে রূপান্তর হচ্ছে।
তিনি গতকাল শুক্রবার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ মুন্সি পুকুর পাড়ের রিটেইনিং ওয়ালসহ প্রকল্পের কাজ পরিদর্শনকালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, দোহাজারী সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, ইউপি সদস্য মাহাবুল কবির, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে জিপের ছাদ থেকে ছিটকে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় প্রাণ গেলো আরো ৫ জনের, আক্রান্ত ৫২৩