নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেললাইন এলাকা থেকে মো. রুবেল (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ যুবকটিতে হত্যা করে লাশ ফেলে দিয়ে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।