সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। চতুর্থ দফায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছে আদালত। তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণের শেষ দিন গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলার অন্যতম সাক্ষী সেনা কর্মকর্তা সার্জেন্ট আয়ুব আলী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান ও টেকনাফ উপজেলার মোক্তার আহমদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়।
এদিকে ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত মামলার অন্যতম সাক্ষী সেনা কর্মকর্তা সার্জেন্ট আয়ুব আলীকে জেরা করতে অস্বীকৃতি জানিয়ে ঘটনার ব্যাপারে সেনা গোয়েন্দা সংস্থার গোপন নথি আদালতে তলবের আবেদন জানান। এছাড়া ডা. শাহীন আবদুর রহমান ও মোক্তার আহমদকে করা অন্যান্য আসামির আইনজীবীদের জেরাকে নিজের জেরা হিসাবেও গণ্য করতে আদালতে আবেদন জানান রানা দাশগুপ্ত। এ ঘটনাকে সিনহা হত্যার বিচারকে বিলম্বিত করার অপপ্রয়াস বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
তিনি জানান, বুধবার দিনব্যাপী ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মামলায় আরো ৬৯ জন সাক্ষী রয়েছে। সিনহা হত্যার বিচারকে বিলম্বিত করতে আসামিপক্ষের আইনজীবী আদালতে বার বার বিভিন্ন অজুহাতে দরখাস্ত দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার আরও একটি দরখাস্ত দিয়েছেন, যেখানে দেশের একটি বড় সংস্থার গোপন নথি চাওয়ায় আদালত স্বাভাবিকভাবেই আবেদনটি নাকচ করে দেন।