সাকিবের ফেরার অপেক্ষায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

গতকালই আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে গেছেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার থেকে আবার আগের মতই মুক্ত, স্বাধীন সাকিব আল হাসান। গত বছর ২৮ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার বিপক্ষে অভিযোগ ছিল সাকিব বাজিকরদের কাছ থেকে প্রস্তাব পেয়ে তা নিজ দেশের বোর্ড কিংবা আইসিসি দুর্নীতি দমন শাখাকে জানাননি। যা আইসিসির প্রচলিত আইন ও নিয়মে শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য করা হয়। তাই সাকিব এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সাকিবের অগণিত ভক্ত সমর্থকদের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাকিবের ফিরে আসার অপেক্ষায় আছে। দেশের ক্রিকেটের বড় সম্পদ সাকিব ফেরা মানেই টিম বাংলাদেশ চাঙ্গা হওয়া। দলের ব্যাটিং ও বোলিং শক্তি আবার আগের মত হয়ে যাওয়া। এ কারণেই ভাবা হচ্ছে, সাকিবের শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়াটা বিসিবির জন্য বড় স্বস্তির ও আনন্দের। সাকিব দলের জন্য একজন অতি কার্যকর বোলার। দলের সেরা স্পিনার ও তিন ফরম্যাটেই এক নম্বর ‘উইকেট টেকিং বোলার।’ সঙ্গে অন্যতম ব্যাটিং স্তম্ভ। সেই সাথে দলে তার উপস্থিতিটাই অনেক বড়। সাকিব মানেই অন্যদের বাড়তি অনুপ্রেরণা। তার অভাবে ব্যাটিং দুর্বল হয়ে পড়েছিল বেশ। আর বোলিং ডিপার্টমেন্ট বিশেষ করে স্পিন আক্রমণের ধারও কমে গিয়েছিল অনেকটাই। সেই অতিকার্যকর সাকিব দলে ফেরার অর্থ জাতীয় দলের শক্তি ৩০ভাগ বেড়ে যাওয়া। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন সাকিব দলে ফেরা একটা স্বস্তি। সেই সাথে আনন্দের। তিনি সাকিবের কাছ থেকে অগের মত অতি কার্যকর পারফরমেন্সেরও প্রত্যাশা করছেন। গতকাল মিডিয়ার সাথে আলাপে বিসিবি প্রধান নির্বাহী বলেন, সাকিব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। অবশ্যই তার প্রত্যাবর্তন আমাদের জন্য আনন্দের বিষয়ও। আমরা আশা করবো উনি যেভাবে আমাদের জাতীয় দলে ও অন্যান্য টুর্নামেন্টে অবদান রেখেছেন সেভাবেই ফিরে আসবেন।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের চাওয়া এমন ভুল যেন কেউ না করে
পরবর্তী নিবন্ধইয়েমেনে অপুষ্টিতে লাখো শিশু মৃত্যুঝুঁকিতে