সাকিবের চাওয়া এমন ভুল যেন কেউ না করে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

গতকালই আইসিসির বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হয়ে গেছে সাকিবের । ফলে আজ থেকেই মাঠে নামতে আর কোনো বাধা নেই তার। যুক্তরাষ্ট্র থেকে আগামী ১ নভেম্বর ঢাকায় ফিরছেন সাকিব। এরপর বিসিবি আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে মাঠে ফিরবেন সাকিব। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নিউইয়র্কে বর্ণাঢ্য এক শুভেচ্ছা বিনিময়-সমাবেশে সবার কাছে দোয়া চাইলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই সঙ্গে তার মতো একই ভুল যেন কেউ না করে সে ব্যাপারেও সাবধান করে দিলেন তিনি। সাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তন উপলক্ষে নিউইয়র্কের বিনোদন সংস্থা ‘শোটাইম মিউজিক’ এই শুভেচ্ছা বিনিময় সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে সাকিব বলেন, ‘বিসিবির নির্দেশ অনুযায়ী মাঠে নামব। বিসিবির সঙ্গে এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করার চেষ্টা করব। নিজের যতটা সম্ভব সেরা খেলা উপহার দিয়ে যাব।’ এক বছর পর মাঠে ফিরতে পেরে দারুন খুশি সাকিব। প্রবাসীরা শুভকামনা জানিয়ে বলেন, ‘সাকিব দেশে ফিরবেন বীরের বেশে।’ একটা বছর জীবন থেকে চলে যাওয়া নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মতো ভুল যেন কেউ না করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মাস্টার্স এবং মর্নিং ফিটনেস জোনের জয়লাভ
পরবর্তী নিবন্ধসাকিবের ফেরার অপেক্ষায় বিসিবি