ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে সাকিব আল হাসানের নতুন অধ্যায়। নতুন এই অধিনায়কের নেতৃত্বে সবাই ভালো কিছু উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
সোমবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে মিরাজ বলেন, ‘এর আগে যখন টেস্ট ওয়েস্ট ইন্ডিজে খেলেছি তখন সাকিব ভাই ক্যাপ্টেন ছিল, এবারও সাকিব ভাই ক্যাপ্টেন। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। যে ক্রিকেটাররা আছে তারা যেন ইনজুরি ফ্রি থেকে ভালো ক্রিকেট খেলতে পারে ’ শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো সাফল্য নিয়ে দেশে ফিরে বাংলাদেশ।
এবারও একইরকম সাফল্য পেতে চায় তারা। এই ব্যাপারে মিরাজের ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ, আমরা যখন সবশেষ বার ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলাম আমরা দুটি সিরিজ জিতেছিলাম ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে।’ তিনি বলেন, ‘আমরা ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট তিনটাতেই আশা করি ভালো ক্রিকেট খেলব। টেস্টে হয়তো সমপ্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারব। এটা আমাদের বিশ্বাস আছে। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।’