কুঁচকির ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে তিন দিন ব্যাটিং, বোলিং এবং ফিটনেস ট্রেনিং সবই করেছেন সাকিব আল হাসান। তারপরও শতভাগ ম্যাচ ফিট নন সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জোর দিয়েই বললেন টেস্টের আগে সাকিব ফিট হয়ে উঠবেন। কয়েকদিন বিশ্রামের পর স্ক্যান রিপোর্টে সবুজ সঙ্কেত পেয়ে সাকিব অনুশীলন শুরু করেন শনিবার। সেদিন শুধু লম্বা সময় ব্যাটিং করলেও পরদিন ব্যাটিং-বোলিং সবই করেন। গতকালও ব্যাটে-বলে নিজেকে ঝালাই করে নেওয়ার কাজটি করেছেন সাকিব। কিন্তু শঙ্কার মেঘ যে পুরোপুরি কেটে যায়নি সেটা জানিয়েছেন কোচ ডমিঙ্গো অনুশীলন শেষে। তিনি বলেন সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয় ওকে পেলে। বিশ্বমানের অলরাউন্ডার সে। যদিও এখনও সে শতভাগ ফিট নয়। তবে এখনও একদিনের মতো সময় আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে সাকিব। দলের হেড কোচ ডমিঙ্গো জানালেন, ফিট হয়ে উঠতে চেষ্টার কমতি রাখছেন না সাকিব। পুনর্বাসনে কঠোর পরিশ্রম করেছে সাকিব । নেটে বল করেছে। কিছু বল খেলেছে। খুব অস্বস্তি অনুভব করেনি। আমরা বেশ আত্মবিশ্বাসী যে সাকিব প্রথম টেস্টে খেলতে প্রস্তুত হয়ে উঠবে। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।