সাউদার্ন ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ফুটবল লিগে টানা ২য় জয় পেয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগ। গতকাল মঙ্গলবার সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস গ্রাউন্ডে নিজেদের ২য় ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ ৩-১ গোলে বিজনেস টু (এইচটিএম) কে পরাজিত করে।
বিজয়ী দলের ফারুকুল ইসলাম আনন্দ, আহমেদ ফাহিম ও ফাহিম উদ্দিন সোহেল গোল করেন। এর আগে সোমবার অনুষ্ঠিত ম্যাচে কম্পিউটার সাইয়েন্স বিভাগ ৪-১ গোলে ট্রিপল ই বিভাগকে পরাজিত করে।
বিজয়ী দলের আরমান দু’টি, শহিদুল্লাহ্ ও সঞ্জয় একটি করে গোল করেন। ট্রিপল ই বিভাগের মারুফ একটি গোল পরিশোধ করেন। আজ ইংরেজি ও আইন বিভাগ পরস্পরের মোকাবেলা করবে।