সাউথ এশিয়ান এগ্রিকালচার সামিট এওয়ার্ড পেয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা মো. রাশেদ আলী। তিনি কৃষি পণ্য রপ্তানি, বিপণন ও উদ্ভাবনীতে গুরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক এই পুরস্কার পান।
সম্প্রতি নেপালের রাজধানীতে কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ২ দিনব্যাপী এই সম্মেলনে দুবাই মাল্টি কমোডিটিস সেন্টারের (ডিএমসিসি) প্রধান নির্বাহী আহমেদ বিন সুলায়েম রাশেদ আলীর হাতে এই পুরস্কার তুলে দেন। দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সুরক্ষিত কৃষি শক্তি তৈরিতে প্রতি বছর এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ পূর্ব এশিয়ার ৮টি দেশ ও ১২টি অংশীদার জাতিভিত্তিক এই সম্মেলনে বিভিন্ন দেশের চারশ’র বেশি উদ্যোক্তা অংশ নেন। সম্মেলনে অংশ নেয়া উদ্যোক্তারা কৃষি পণ্য বিপণন ও প্রক্রিয়াজাতকরণে নিজেদের উদ্ভাবনী চিন্তাধারা ও বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে রাশেদ আলী সম্মানসূচক এই পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মায়ানমারের একজন করে উদ্যোক্তা এই এওয়ার্ড পান।
আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের সৈয়দ মুহাম্মদ সিরাজুল হকের ছেলে রাশেদ আলী চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী প্রতিষ্ঠান সিটি কমোডিটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০০৭ সাল থেকে ভোগ্যপণ্য আমদানি ও কৃষিপণ্য বিপণন ব্যবসায় জড়িত।







