সাউথইস্ট ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ কাশেম

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৩৬তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে এম এ কাশেম নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক। এ নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং রোজ কর্নার (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান। এম এ কাশেম বাংলাদেশের সকল ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআই -এর সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যানও ছিলেন। তিনি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি (এপিইউবি) সাবেক চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধসহকারী অধ্যাপক আবুল হোসেনের পিএইচডি ডিগ্রি লাভ
পরবর্তী নিবন্ধআশিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ও ত্রাণ সহায়তা