সাইলেক্স টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের কারাদণ্ড

ব্যাংকের টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

অগ্রণী ব্যাংক আগ্রাবাদ শাখার ৬ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৪৫ টাকা আত্মসাতের মামলায় (জারি মামলা) মেসার্স সাইলেক্স টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান শরীফ আহমেদ সহ পাঁচজনকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বাকীরা হলেন, পরিচালক মো. নাজিম উদ্দিন আকতার, মো. সাইফুল ইসলাম, মির্জা শওকত আলী চৌধুরী ও মোহাম্মদ আবুল কালাম। গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে আবেদন করলে বিচারক সরাসরি সাজা প্রদান করেন। আদালত সূত্র জানায়, অগ্রণী ব্যাংক আগ্রাবাদ শাখার আত্মসাতকৃত ৬ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৪৫ টাকা ফেরত চেয়ে মেসার্স সাইলেক্স টেক্সটাইল লিমিটেড ও সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ২০০৯ সালে একটি জারি মামলা দায়ের হয়। সে মামলায় তারা আদালতে হাজিরও হন। কিন্তু পরে হাজির হওয়া বন্ধ করে দেন। টাকাও ফেরত দিচ্ছিলেন না। সময়ক্ষেপণ করতে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নিখোঁজ বাবা-ছেলে
পরবর্তী নিবন্ধদুদক কর্মকর্তাকে বাসায় গিয়ে হত্যার হুমকি, থানায় জিডি