কর্ণফুলীতে নিখোঁজ বাবা-ছেলে

মাছ ধরতে গিয়ে উল্টে গেল নৌকা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে পটিয়ার দুই জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন পটিয়া উপজেলার পূর্ব কোলাগাঁও ইউনিয়নের নলান্দা ১নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের কালু দাশের পুত্র তপন দাস (৪০) ও তার পুত্র সমীর দাস (১৬)। এ সময় সজীব দাশ নামের একজন সাঁতরে কূলে উঠতে পারলেও বাবা-ছেলে কূলে উঠতে পারেনি। রোববার ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টার দিকে নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
তাদের উদ্ধারে দিনভর অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশের একটি দল। তবে সন্ধ্যার পর অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্তি করা হয়। আজ (সোমবার) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে বলে নৌ পুলিশ সূত্র জানিয়েছে।
এদিকে পিতা-পুত্র নিখোঁজের খবর পটিয়া উপজেলার কোলাগাঁও ইউপির দাশ পাড়ায় জেলে পল্লীতে চলছে আহাজারি। কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন জানান, তারা পেশায় পিতা-পুত্র জেলে। তাদের নিখোঁজের খবরে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নদীতে নৌকা উল্টে একই এলাকার সজীব দাশ নামের এক যুবক নদীর তীরে উঠতে পারলেও পিতা-পুত্রের খোঁজ মিলছে না। পিতা-পুত্রের নিখোঁজের খবরে তাদের পরিবার ভেঙে পড়েছে।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভোর ৬টার দিকে খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু হয়। আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণনের মধ্যে পড়ে যায় তারা। তিনি আরও বলেন, এ সময় নৌকা উল্টে তিন জেলের মধ্যে দুইজন নিখোঁজ হয়। আরেক জেলে সজীব দাস সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। গতকাল সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। তবে কাল (আজ সোমবার) পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধস্টেডিয়ামে অনুশীলনের সময় হঠাৎ নেমে এলো হেলিকপ্টার
পরবর্তী নিবন্ধসাইলেক্স টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের কারাদণ্ড