বিশিষ্ট শিক্ষানুরাগী, কিউসি শিপিং লি., কিউসি ট্রেডিং লি., কিউসি লজিস্টিকস লি., মাল্টিপোর্ট লিঃ এর সাবেক চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সাইফুদ্দিন কাদের চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়। এ উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাউজান গহিরাস্থ বাড়িতে সকালে মরহুমের কবর জেয়ারত, খতমে কোরআনের মাধ্যমে রূহের মাগফেরাত কামনা করা হয়েছে। উল্লেখ্য, সাইফুদ্দিন কাদের চৌধুরী ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ছাড়াও রাঙ্গুনিয়া সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ, হাটহাজারীস্থ ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাউজান সমসের নগর ফাতেমা জব্বার চৌধুরী হাই স্কুল, রাউজান হিঙ্গলা মুছাশাহ-ফজুলল কাদের হাই স্কুল, বিনাজুরী সেলিমা কাদের মেমোরিয়াল প্রাইমারী স্কুল, গহিরা সেলিমা কাদের মাতৃসদন, রাঙ্গুনিয়া বগাবিলি কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, নারিশ্চা কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারার চাতরিতে ফজলুল কাদের চৌধুরী প্রাইমারী স্কুলসহ রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, আনোয়ারাসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি তদানীন্তন পাকিস্তানের স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম ফজলুল কাদের চৌধুরী এবং মরহুমা সেলিমা কাদের চৌধুরীর সন্তান। প্রেস বিজ্ঞপ্তি।