বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার (ল্যাব) ও ব্লাড ব্যাংকগুলোকে এখন থেকে নিজ প্রতিষ্ঠানের সাইনবোর্ডেই লাইসেন্স (রেজিস্ট্রেশন) নম্বর ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. মো. বেলাল হোসেনের স্বাক্ষরে গতকাল এ নির্দেশনা জারি করা হয়েছে।
লাইসেন্স সংক্রান্ত তথ্য প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে মর্মে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। স্বাস্থ্য অধিদপ্তরের এমন নির্দেশনার প্রেক্ষিতে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে ১৫ দিনের সময়সীমা বেঁেধ দিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিষয়টি আমরা চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল-ক্লিনিক সমিতিকে জানিয়ে দিয়েছি। আর এ নির্দেশনা বাস্তবায়নে ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকগুলোকে সাইনবোর্ডে প্রতিষ্ঠানের লাইসেন্স (রেজিস্ট্রেশন) নম্বর অবশ্যই যুক্ত করতে হবে। যাতে সাইনবোর্ড দেখেই প্রতিষ্ঠানটি লাইসেন্সধারী নাকি লাইসেন্সবিহীন, তা সহজে বুঝা যায়। অন্যদিকে, বেসরকারি এসব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান কার্যক্রম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরে অর্পণের প্রস্তাবনা দেয়া হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, বর্তমানে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সময় সাপেক্ষ ও জটিল। ঢাকা থেকেই এই লাইসেন্স দেয়া হয়। এই প্রক্রিয়া সহজীকরণে বিভাগীয় পর্যায়ে লাইসেন্স প্রদানের দায়িত্ব অর্পনে আমরা প্রস্তাবনা দিয়েছি। পাশাপাশি লাইসেন্সের মেয়াদ এক বছরের স্থলে ৩ বছর বা ৫ বছর করার প্রস্তাবনাও দেয়া হয়েছে। এখন প্রতিবছর লাইসেন্স নবায়ন করতে হয়। এটি করতে গিয়ে সব পক্ষকে ভোগান্তিতে পড়তে হয়। তবে এক বছরের স্থলে লাইসেন্সের মেয়াদ ৩ বছর বা ৫ বছর করা হলে এ ভোগান্তি কমবে বলে আমরা মনে করি। যার কারণে লাইসেন্সের মেয়াদ বাড়ানোর প্রস্তাবনাও আমরা দিয়েছি।
অনিয়ম পেলে কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না মন্তব্য করে বেসরকারি হাসপাতাল-ল্যাবে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।