চীনের বৃহত্তম নগরী সাংহাই দুই মাসের মধ্যে প্রথম একজনও নতুন রোগী শনাক্ত না হওয়ার পর কোভিড-১৯ এর বিরুদ্ধে জয় ঘোষণা করেছে আর দেশটির রাজধানী বেইজিং প্রাইমারি ও মাধ্যমিক স্কুল খুলে দেবে বলে জানিয়েছে।
মার্চ ও মে-তে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ ছড়িয়ে পড়া থামাতে চীনের যেসব এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তার মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ শহরও ছিল, এরমধ্যে সাংহাই টানা দুই মাস ধরে শহরজুড়ে লকডাউন আরোপ করে রেখেছিল যা ১ জুন তুলে নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
চীনের জিরো-কোভিড নীতির অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই নীতির লক্ষ্য সব প্রাদুর্ভাব নির্মূল করা। এতে সংক্রমণ সংখ্যা কমিয়ে আনা গেলেও কঠোর অনেকগুলো বিধিনিষেধ অনেককে ক্ষুব্ধ করে তোলে, কিছু বিরল প্রতিবাদের ঘটনাও ঘটে এবং অর্থনীতির বড় ধরনের ক্ষতি হয়।
স্থানীয়ভাবে কোভিড সংক্রমণ ছড়ানোর পর মে-র প্রথমদিকে স্কুল বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার নির্দেশ দিয়েছিল বেইজিং। এরপর ২ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে ফেরার অনুমোদন দেয়।