সাংসদ ফজলে করিম চৌধুরীর নাগরিক সংবর্ধনা কাল

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

চতুর্থ বারের মতো জাতীয় এবং প্রথমবার জাতীয় মৎস্য পদক ২০২১ পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে আগামীকাল বুধবার নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। রাউজানের মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটরিয়ামে বিকেল ৩টায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীল লীগ সভাপতি এম এ সালাম। এতে সভাপতিত্ব করবেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সচিব ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমায়ের অপেক্ষার শেষ হলো না
পরবর্তী নিবন্ধবেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা আরও ৬৫ মৃত্যু