সাংবাদিক শামসকে কাশিমপুর থেকে কেরাণীগঞ্জের কারাগারে স্থানান্তর

| রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৪:২৮ পূর্বাহ্ণ

সাংবাদিক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আবার ঢাকার কেরাণীগঞ্জের কারাগারে পাঠানো হয়েছে। ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ এই পদক্ষেপ বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ জানিয়েছেন।

প্রকাশিত এক সংবাদকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার নেওয়া হয়েছিল কেরাণীগঞ্জের কারাগারে। সেখান থেকে শুক্রবার দুপুরে তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। একদিন বাদে আগের কারাগারে পাঠানো হলো। খবর বিডিনিউজের।

কান্নায় ভেঙে পড়লেন শামসের মা : শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা। গতকাল বেলা ১১টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় ঢাকাআরিচা মহাসড়কে এ মানববন্ধনে অংশ নেন শামসের মা করিমুন নেসা। কিন্তু বক্তব্য দিতে গিয়ে তিনি কোনো কথা বলতে পারেননি। শুধু কাঁদছিলেন। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেন স্বজনরা।

পূর্ববর্তী নিবন্ধজামালখান ওয়ার্ড সম্মেলনে অংশ নিল আ. লীগের দুই পক্ষ
পরবর্তী নিবন্ধশামসকে গ্রেপ্তার শিশু নির্যাতন ও শিশুকে অপব্যবহারের কারণে : পররাষ্ট্র মন্ত্রণালয়