সাংবাদিক মাহবুব উল আলমের স্মরণসভা ও দোয়া মাহফিল

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সাবেক সহকারী সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান সাংবাদিক কলামিস্ট মাহবুব উল আলমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ডিসেম্বর নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি পরিচালনা কমিটির উদ্যোগে সোসাইটির অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সাংবাদিক হাউজিং সোসাইটি পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী। সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শামসুল হক হায়দরী।

আলোচনায় অংশ নেন ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ আল্‌ ফোরকান, সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, সাংবাাদিক সালাউদ্দিন রেজা, সাংবাদিক দেব দুলাল ভৌমিক, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অধ্যাপক এ.ওয়াই. এম জাফর, সাংবাদিক মোয়াজ্জেমুল হক, সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক বাবুল কান্তি চৌধুরী, সাংবাদিক শতদল বড়ুয়া, সাংবাদিক সিরাজুল করিম মানিক, সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইরফান রেজা খান, মোহাম্মদ জামিল আকতার রিদ্দী, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, ব্যাংকার সরওয়ার কবির চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, মরহুমের মেজ ভাই অধ্যাপক মাহমুদুল আলম, সেজ ভাই অধ্যাপক জহুরুল আলম, মরহুমের একমাত্র পুত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জিবরান আলম।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সোসাইটি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল হাছান কাদেরী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের মেধাবৃত্তি