সাংবাদিক মহসিন চৌধুরীর মায়ের ইন্তেকাল

সাংবাদিক নেতৃবৃন্দের শোক

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কার্যকরী কমিটির সদস্য এবং বৈশাখী টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান মহসিন চৌধুরীর মাতা হাসিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর খলিফা পট্টিস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর ঘাটফরহাদবেগস্থ খলিফাপট্টি বাইতুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ এশা পটিয়া এয়াকুবদন্ডী গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। এক বিবৃতিতে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান এক শোক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির শিক্ষার্থীদের পিএইচপি স্পিনিং মিল পরিদর্শন
পরবর্তী নিবন্ধশিকলবাহা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি বিষয়ে মতবিনিময় সভা