সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে আদালত আসামির জামিন মঞ্জুর করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ। তিনি জানান, আসামির বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেটি জামিন যোগ্য।
আদালতে আমরা জামিন আবেদন করেছি। আদালত ১ হাজার টাকা বন্ডে আমার জিম্মায় সাংবাদিক ফজলে এলাহীর জামিন মুঞ্জর করেছেন।