সাংবাদিক নাদিম হত্যাকারীরা চিহ্নিত, গ্রেপ্তার ১০

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের চিহ্নিতের পাশাপাশি ১০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার বিকালে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আমরা অলরেডি ছয়জনকে গ্রেপ্তার করেছি; বাকিদের চিহ্নিত করতে পেরেছি এবং আমরা ম্যানুয়েলিও আরও কারা ছিলতাদেরকে চিহ্নিত করে ফেলেছি অলরেডি। পরে রাতে আরও চারজনকে গ্রেপ্তার করার কথা জানান পুলিশ সুপার নাছির। চিহ্নিতদের গ্রেপ্তারে পুলিশের পাঁচটি টিম তিনদিন ধরে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বিকালে এসপি নাছির বলেন, সেই চেয়ারম্যান বাবু, যে এটার [নাদিম হত্যাকাণ্ড] নির্দেশদাতা, হুকুমদাতা তাকে গ্রেপ্তারের জন্য আমাদের এলআইসি টিম কাজ করছে এবং বলতে পারি যে আমরা হয়তো এক/দুই দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব। খবর বিডিনিউজের।

বুধবার (১৪ জুন) রাতে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায় একদল হামলাকারী। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। ওইদিনই রাত ১২টায় সেখান থেকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে চার বছরেও শেষ হয়নি ৩ কিমি খাল খনন
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত