Home আজকের পত্রিকা দ্বিতীয় পাতা সাংবাদিকরা সাহসী ভূমিকা রাখলে দেশ এগিয়ে যাবে

সাংবাদিকরা সাহসী ভূমিকা রাখলে দেশ এগিয়ে যাবে

0
সাংবাদিকরা সাহসী ভূমিকা রাখলে দেশ এগিয়ে যাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সাহসী ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। রাউজান পৌরসভা অপচনশীল আবর্জনা ক্রয় করে যে চমক দেখিয়েছে তা সারাদেশের মধ্যে একটি নজির হয়ে থাকবে।
তিনি গতকাল বৃহস্পতিবার রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অপচনশীল আবর্জনা ক্রয় করে আধুনিক পৌরসভা গঠনে দেশের মধ্যে প্রশংসিত রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সদরের একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। সংবর্ধীয় অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের এবং সদস্য সচিব আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, খোরশেদুল আলম শামীম, সৈয়দ আলমগীর সবুজ, আলমগীর অপু, মঈনুদ্দীন কাদের লাভলু, সাইদুল ইসলাম, লায়ন সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু। শুভেচ্ছা বক্তব্য রাখেন এম দিদারুল আলম। অতিথি ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, এসএম ইয়াছিন হোসাইন হায়দরী, জালাল উদ্দিন চৌধুরী, মনির হোসাইন, মনিরুজ্জামান চৌধুরী, মোস্তাক আহমেদ, মোস্তাফিজুর রহমান, মুছা আলম খান চৌধুরী, জাকের হোসেন মাস্টার, সারজু মো. নাসের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।