একুশে পদকপ্রাপ্ত সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরোর গণসংবর্ধনা আজ

| শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাস্থবির সমাজসেবায় একুশে পদক প্রাপ্তিতে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিকেল ৩টায় নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও অনুষ্ঠানে উপসংঘরাজগণসহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য ড. জ্ঞানশ্রী মহাথের গণসংবর্ধনা উদযাপন কমিটির পক্ষে সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া অনুরোধ জ্ঞাপন করেছেন।
ইতোমধ্যে এই গণসংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে শতাব্দীর ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে এবং বিভিন্ন বৌদ্ধ ও যুব সংগঠনের সার্বিক সহযোগিতায় নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গত ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী অভিধর্ম পিটকের পটঠান পাঠ অনুষ্ঠিত হচ্ছে। পটঠান পাঠ পরিচালনা করছেন উত্তর জলদী শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারের মহাপরিচালক এবং ত্রিপিটক এর ৯টি গ্রন্থের অনুবাদক জ্ঞানেন্দ্রিয় থের ও তাঁর শিষ্যমণ্ডলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রবীণ রাজনীতিবিদ আলীম উল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধসাংবাদিকরা সাহসী ভূমিকা রাখলে দেশ এগিয়ে যাবে