ক্রিকেটারদের মধ্যে প্রথমদিনেই টিকা নিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং ওপেনার সৌম্য সরকার। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এসময় তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকাও টিকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন। টিকা গ্রহণ শেষে নিজ প্রতিক্রিয়ায় তামিম ইকবাল বলেন, প্রথমে সবার মাঝেই একটু ভয় ও দ্বিধা ছিল। সত্যি কথা বলতে আমার মাঝেও ছিল। কিন্তু পুরো বিষয়টি প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা অনেক সময়েই শুধু নেতিবাচক কথা নিয়ে থাকি। কিন্তু আমাদেরকে ইতিবাচক দিকগুলোকে তুলে ধরতে হবে। টিকা গ্রহণে নিবন্ধন থেকে পুরো প্রক্রিয়া খুব সহজ উল্লেখ করে তামিম বলেন, আমি খুব সহজেই নিবন্ধন করে টিকা নিয়েছি।
তামিম আরও বলেন, আমরা বাংলাদেশিরা খুবই সৌভাব্যবান যে আমরা এই টিকা খুব সহজেই নিতে পারছি। এরজন্য প্রধানমন্ত্রীকেও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।