প্রথম সেটটা তুলনামুলক সহজভাবেই জিতে নেন। কিন্তু পরের দুই সেট জিততে বেশ ঘাম ঝরাতে হলো। তবে টাইব্রেকারে গেলেও খেলা তিন সেটেই শেষ করেন নোভাক জোকোভিচ। স্তেফানোস সিৎসিপাসকে ৬–৩, ৭–৬ (৭–৪), ৭–৬ (৭–৫) গেমে হারিয়ে আবারও অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা। পুরুষদের ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় ছুঁয়ে ফেললেন ২২ টি গ্র্যান্ড স্ল্যাম জেতা রাফায়েল নাদালকে। মেলবোর্নের কোর্টে রড লেভার অ্যারেনায় জোকোভিচ এনিয়ে দশম শিরোপা উঁচিয়ে ধরেন।
শিরোপা হাতে নিয়ে জোকোভিচ বলেন, ‘গত বছর খেলিনি এবার খেলতে আসার পর, পরিস্থিতি বিবেচনায় এটি আমার অন্যতম কঠিন টুর্নামেন্ট। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছেন। এখানে নিজের সেরা টেনিস খেলার কারণ আছে। একমাত্র আমার টিম ও পরিবার জানে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছি।
পরিস্থিতি বিবেচনায় এটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়।’