জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে, চট্টগ্রাম আয়কর বিভাগ ব্যক্তি ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা সম্প্রতি প্রদান করা হয়। বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান এবং সিইও, আলীহোসাইন আকবরআলী এফসিএ এই ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার সম্মাননাটি অর্জন করেন। তিনি এর আগেও ২০১৭–১৮ এবং ২০১৮–১৯ অর্থবছরে একই ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছিলেন।
প্রতিষ্ঠানের দিক থেকে, বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস লিমিটেড প্রকৌশল ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার সম্মাননা ২০২১–২২ অর্জন করেছে। সম্প্রতি অফিসার্স ক্লাব ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছ থেকে বিএসআরএম কর্তৃপক্ষ সম্মাননাটি গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।