সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে আছেন মোস্তাফিজ

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল লিগ টিটোয়েন্টিতে (আইএল টিটোয়েন্টি) এবারের আসরে শুরু থেকেই খেলছেন মোস্তাফিজুর রহমান। পারফর্ম করায় একাদশেও নিয়মিত এই বাঁহাতি পেসার। তাতে আসরের সেরা বোলারের দৌড়ে শীর্ষ পাঁচে আছেন তিনি। শারজাহ ওয়ারিওয়ার্সের বিপক্ষে মাঠে নেমেছিল মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে ৬৩ রানের জয় পেয়েছে দুবাই। দলের এমন বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোস্তাফিজ। ২ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন এই বাঁহাতি পেসার। এই দুই উইকেটসহ টুর্নামেন্টে ৬ ম্যাচে মোস্তাফিজের উইকেটসংখ্যা দাঁড়াল ১১। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তিনে আছেন তিনি। শীর্ষে আছেন মোস্তাফিজের সতীর্থ ওয়াকার সালমানখিল। আফগান স্পিনারের উইকেট সংখ্যা ১৫। যদিও মোস্তাফিজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন তিনি। ১২ উইকেট নিয়ে দুইয়ে আছেন অজয় কুমার।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের খেলোয়াড় বাছাই শুরু
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে রাঙ্গুনিয়া ও মাটিরাঙ্গা কলেজ