সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে হবে

মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন সভায় বক্তারা

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুর নাহার মিলনায়তনে ২৭ ফেব্রুয়ারি মহানগর শাখার সভাপতি সাব্বির হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট জাফর হায়দার, উদ্বোধক ছিলেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব, বিশেষ বক্তা সাংবাদিক কামরুল হুদা, সাংবাদিক আবদুর নূর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যোসাল ইমপ্রোভমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সফিউল্লাহ চৌধুরী, নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম, রোকসানা রলি, নিপু হাসান, আজিজুল হক পায়েল। মাওলানা আমজাদ হোসাইনের কোরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনের ভাইস-চেয়ারম্যান আবু হানিফ, বিভাগীয় সদস্য মোহাম্মদ নেজাম, মো: সাইফুল্লাহ, আবদুল হালিম, নগর সহসভাপতি মোতালেব সরকার, ওমর ফারুক, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, মো. সবুজ, মনজুরুল আলম মঞ্জু, মুরাদ, রমজান, সিরাজুল আলম টিপু, ওমর ফারুক রাজু, অরুন কুমার সরকার। সভায় মানবতার মানব সেবায় অবদান রাখায় উদ্বোধক এস এম আবু তৈয়ব, নারী উদ্যোক্তা সংগঠন বেস্ট ই-কমার্স প্লাটফর্ম, সুনীল কান্তি দে, দীপক কুমার দে-কে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি বলেন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে হবে। আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকরী ভূমিকা নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধলামায় হাতির আক্রমণে দিন মজুরের মৃত্যু