লামায় হাতির আক্রমণে দিন মজুরের মৃত্যু

লামা প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে গাছ টানতে আনা পালিত হাতির আক্রমণে আনিসুর রহমান (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের দুর্গম চুমপুং মুরুং হেডম্যান পাড়ায় ওমর ফারুক বাবুলের খামারে এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা এলাকার মৃত মো. আলী মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চুমপুং মুরুং হেডম্যান পাড়ায় একটি কৃষি খামারে মাসিক চুক্তিতে কাজ করতেন। শুক্রবার বিকেলে ক্ষেতে তামাক পাতা আনতে গেলে পালিত হাতি আক্রমণ চালালে আসিনুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। পালিত হাতির পালটি এখনও খামার বাড়ির চারপাশে ঘিরে রেখেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়।
খামারের মালিক ওমর ফারুক বলেন, গাছ টানতে আনার পালিত হাতির পালটি গত কয়েক মাস ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছে। হাতির পালের সাথে মালিকের পরিচালক নাই। তারা কাজ শেষে হাতিগুলোকে কোনো খাবার না দিয়ে ছেড়ে দেয়। হাতির আক্রমণে আমার বাগানের দিনমজুর মারা গেছে। হাতিগুলো এখনও বাইরে ঘুরছে। বাসায় আমার বউ বাচ্চা মা আছে। তারা সবাই আতঙ্কের মধ্যে আছে। বিষয়টি আমরা ইউপি চেয়ারম্যান ও বন বিভাগকে জানিয়েও কোনো প্রতিকার পায়নি। শত শত মানুষের ঘর- বাড়ি, ক্ষেত খামার ও বাগান নষ্ট করেছে হাতিগুলো। এ বিষয়ে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ মার্মা বলেন, নিহতের বাড়ি রংপুরে খবর দেওয়া হয়েছে। এছাড়া লামা থানা ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। হাতির মালিককে অনেকবার বললেও তারা হাতি নিয়ে যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শিবেন বিশ্বাস বলেন, হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে হবে
পরবর্তী নিবন্ধনুরুল উলুম কামিল মাদরাসায় ওরিয়েন্টেশন