মুসলিম জাহানের খলিফা হযরত আলী (রা.) এর ঐতিহাসিক অভিষেক স্মরণে প্রথমবারের মতো পালিত হলো ‘ইয়াওমুল মাওলিয়্যাত’। গত বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালীস্থ ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরীফে এ দিবস পালিত হয়।
দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি হযরত আলী (রা.) মাওলায়্যাত তথা নবী করিম (সা.) এর প্রতিনিধি নিযুক্ত হওয়ার ইতিহাস বর্ণনাপূর্বক সকলকে সে পথ আঁকড়ে ধরার আহ্বান জানান। ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, নবী করিম (সা.) আল্লাহ কর্তৃক সরাসরি নিযুক্ত মওলা (অভিভাবক)। আর তাঁর নিযুক্ত মওলা হলেন হযরত আলী (রা.)। আল্লাহকে কখনো কোনো কিছু দ্বারা অপবিত্র করা যাবে? এই সত্তা পূত–পবিত্র। মওলা নবী (সা.) কেও অপবিত্র করা যায় না। মওলা আলীও (রা.) অনুরূপ পবিত্র। তিনি আরও বলেন, আল্লাহ, রাসূল, আলী এবং তার মাওলায়্যাতের জ্ঞান লাভকারী প্রত্যেক সত্তা একে অপরের সাথে শিকলের মতো যুক্ত। কেউ যদি এই শিকল ধরেন, অথবা এর কোনো শাখা প্রশাখা ধরেন, তবে তিনি কখনো আল্লাহর মনোনীত পথের বাইরে যেতে পারেন না। মওলা আলী (রা.) ছিলেন সরলতা ও আত্মত্যাগের প্রতীক। প্রসঙ্গত, ১০ম হিজরির ১৮ জিলহজ, ২১ মার্চ বিদায় হজ শেষে ফেরার পথে গদির খোম নামক স্থানে হযরত মোহাম্মদ (সা.) ইসলাম জাহানের খলিফা হযরত আলী (রা.)-এর মাওলায়্যাত তথা প্রতিনিধিত্বের ঘোষণা দেন। এ দিনটি স্মরণে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম দরবার শরীফের খলিফাবৃন্দ, আওলাদবৃন্দ এবং আশেক–ভক্তগণ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মাইজভাণ্ডারী ছামা মাহফিল (কাওয়ালী গান) পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












