সরকার যেখানে বাধা দেবে সেখানেই রুখে দাঁড়াতে হবে

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বক্তারা

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

মহানগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি বলেছেন, এই সরকার যেখানেই বাধা দেবে সেখানেই রুখে দাঁড়াতে হবে। রাজপথে কঠোর আন্দোলনের ব্রত নিয়ে সবাইকে হয় মুক্তি, নয় মৃত্যুর শপথ নিতে হবে। তিনি গত বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডস্থ একটি এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন নুর হোসাইন, ফজলুল হক সুমন, আবদুল হামিদ পিন্টু, মো. আনোয়ার হোসেন আনু, মো. নুর হোসেন নুরু, সারোয়ার আলম, বেলায়েত হোসেন, মো. ইসহাক, ফজর আলী, মো. জাহাঙ্গীর, মো. শামসুদ্দোহা, মো. সেকান্দর, মো. মিল্টন, জহিরুল ইসলাম ইসলাম জহির, মিজান, কুতুব উদ্দীন নয়ন, মো. ফোরকান, মো. ইসমাইল সরকার, ফারুক হোসেন বাবু, শফি, আরিফ ওয়াসিম, নাদিম, শাহিন, সুজন, নিবির, আকাশ, মানিক, নুর ইসলাম সাকিব, ইউছুফ প্রমুখ।

পতেঙ্গা থানা বিএনপি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্প্রতি দক্ষিণ পতেঙ্গার একটি স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পতেঙ্গা থানা বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সভাপতি, সাবেক কাউন্সিলর ডা. মো. নুরুল আবছার সহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় ডা. মো. নুরুল আবছার বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সততার প্রতীক। জাতি যখন নেতৃত্বশূন্য দিশেহারা তখনই জিয়াউর রহমান উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছিলেন।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মোজাম্মেল হক। গাজী মনিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আবদুল মোনাফ, জসিম উদ্দিন মাস্টার, শফিকুল ইসলাম, জাহেদুল হক, ইউনুস মিয়া, গোলাম মহিউদ্দিন, ইদ্রিস পানু, সাহাব উদ্দিন খোকন, মনছপ আলী, আহামদ আলী, আমিনুর রহমান, মাকসুদুল করিম, ফোরকান মাস্টার, মনছুর শরীপ, বছিরুল আলম, আবদুর রহমান, আজিজুল ইসলাম, মোহাম্মদ আবছার, আনোয়ার হোসেন মিয়া, মামুনুর রশীদ, ফজলুল কাদের।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম
পরবর্তী নিবন্ধএরাবিয়ান লিডারশিপ মাদরাসা ট্রাস্টের কার্যনির্বাহী পরিষদের সভা