এরাবিয়ান লিডারশিপ মাদরাসা ট্রাস্টের কার্যনির্বাহী পরিষদের সভা

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উপদেষ্টা ও এরাবিয়ান লিডারশিপ মাদরাসা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেছেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। সরকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দিয়ে আসছে। মাদরাসা শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে আইটিসি কোর্স চালু করেছে।

তিনি নগরীর বহদ্দারহাটস্থ এরাবিয়ান লিডারশীপ মাদরাসা ট্রাস্টের কার্যনির্বাহী পরিষদের সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এতে মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে মতামত শেয়ার করেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আবদুল গাফ্‌ফার চৌধুরী, সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন, ফিন্যান্স সেক্রেটারি কাজী মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দিদারুল আলম ও মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার যেখানে বাধা দেবে সেখানেই রুখে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধলালখান বাজারে ভূমিকম্প মোকাবেলায় বিশেষ মহড়া