সরকার মুক্তিযোদ্ধাদের অধিক সম্মানিত করেছেন

বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলায় মাহতাব

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনে গতকাল মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা পরিষদের মহাসচির কবির আহমদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নঈম উদ্দীন। বক্তব্য রাখেন আজিমুল ইসলাম ভেদু, ফয়েজ আহমদ, নজরুল ইসলাম মোস্তাফিজ। বাবলী দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, ছাবের আহমদ, দাউদ মানিক, কায়সার মিয়া আরফাতুল ইসলাম, নাসরিন, শাহীন প্রমুখ। উপস্থিত ছিলেন মেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম ও মহাসচিব নুরুল ইসলাম । প্রধান অতিথি বলেন. বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অধিক সম্মানিত করেছেন। বঙ্গবন্ধুর র্নিদেশে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধইউসেপে প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র বিতরণ
পরবর্তী নিবন্ধটিকা পেলেন জাহাজ ভাঙা শ্রমিকরা