সরকার মাদ্রাসা শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করেছেন

মাদরাসার ভবন উদ্বোধনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পটিয়া মেহেরআটি নুরুদ্দিন শাহ্‌ (.) মাদরাসা ও হুলাইন এয়াছিন আউলিয়া মাদ্রাসার নবনির্মিত ৪ তলা বিশিষ্ট দুটি একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে পৃথক পৃথকভাবে মাদ্রাসা দুটির নব নির্মিত ভবন উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। এর ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

মেহেরআটি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জামাল ছাত্তার মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, এজাজ চৌধুরী, মাহমুদুল হক, নুরুল ইসলাম চৌধুরী, হাফেজ আহমদ আল কাদেরী, জামাল উদ্দিন, আবদুল হামিদ, শামসুল আলম, মাহবুব চৌধুরী বাবুল, শিক্ষক আবুল কাসেম, নুর মোহাম্মদ, জমির উদ্দিন প্রমুখ।

পরে হুলাইন হযরত এয়াছিন আউলিয়া মাদ্রাসার সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, সাবেক চেয়ারম্যান আহমদ নবী, শেখ নুরুল ইমান চৌধুরী, নাজিম উদ্দিন, নুরুল আবছার, অধ্যক্ষ আবদুর রহিম, নুরুল আবছার, আবদুল হাকিম, শহিদুল ইসলাম, সাহেদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবুল লাইছ। হুইপ সামশুল হক এমপি কুসুমপুরা থানা মহিরা পিরান বিবি সড়ক, জাফর মেম্বার বাড়ি সড়ক, কুসুমপুরা সার্কুলার সড়ক, কাজীবাড়ি সড়ক, নুরুদ্দিন শাহ সড়ক, হবিলাসদ্বীপে ফ্ল্যাড ওয়াল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধশ্যামা পূজা ও দীপাবলী উৎসব উদযাপিত
পরবর্তী নিবন্ধফটিছড়িতে চাঁদের গাড়ির চাপায় শিক্ষার্থীর মৃত্যু