সরকার দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করছে

বরমায় এমপি নজরুল

| রবিবার , ৩০ মে, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। প্রত্যেক ধর্মই মানবতার শিক্ষা দেয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যেমন ব্যাপক উন্নয়ন হচ্ছে ঠিক তেমনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও কাজ হচ্ছে। গত বৃহস্পতিবার চন্দনাইশের ধামাইর হাটস্থ বরমা হরি মন্দির ভবন পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ। উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবীবুর রহমান, বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব, চন্দনাইশ শিক্ষক সমিতির সভাপতি এ এইচ এম সৈয়দ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল আজম কাজমী, সেক্রেটারী গাজী মো. সালাউদ্দিন, সাবেক সেক্রেটারী মো. হারুন সওদাগর, সিরাজুল ইসলাম, মাস্টার রতন চক্রবর্ত্তী, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, গৌরাঙ্গ চক্রবর্তী, ভূপাল বিশ্বাস ও বরমা প্রেসক্লাব সেক্রেটারি বিমল তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধআগে নিজ দলে ঐক্য প্রতিষ্ঠা করুন