জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি গতকাল সোমবার নগরীর অভিজাত হোটেলে আয়োজিত চট্টগ্রামস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম সেনা নিবাসের জিওসি ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীন, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম ফজলুল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রমজান আলী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. মাজহারুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স সভাপতি মাহাবুবুল আলম, মেট্টোপলিটন চেম্বার অফ কমার্স সভাপতি খলিলুর রহমান, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, আ জ ম নাছির উদ্দিন, বিজিএমইএ প্রথম ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, টিকে গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম, মীর গ্রুপের চেয়ারম্যান মীর আবদুস সালাম, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, মফিজুর রহমান, রিজিয়া রেজা নদভী, মাহফুজা আকতার, মোতাহেরুল ইসলাম চৌধুরী, আইয়ুব বাবুল, আকম সামশুজ্জামান, প্রদীপ দাশ, দেবব্রত দাশ, অধ্যাপক হারুনুর রশিদ, ডা. তিমির বরণ, বিজন চক্রবর্তী, শহিদুল আলম, প্রণব বড়ুয়া অর্ণব, মিয়া মোহাম্মদ আরিফ প্রমুখ।