সরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে

চরতীতে সেতু উদ্বোধনে এম এ মোতালেব

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ার চরতী ইউনিয়নের দ্বীপ চরতী এলাকায় দ্বীপপাড়া সেতু উদ্বোধন অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব।

তিনি বলেন, প্রত্যেকটি ইউনিয়নে কয়েক হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসূচির উপকারভোগী। গ্রামের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মূল সড়কের পর এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাকা হয়েছে। গ্রামেগঞ্জে, হাটেঘাটে মাঠে সাধারণ মানুষের কাছে সরকারের এসব উন্নয়নের কথা তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি ফজলুল হক, আব্দুল মালেক খান, ইকবাল, ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা, সাইফুল ইসলাম, জাফর ইকবাল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই উপজেলা জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধশহীদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে