শহীদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে

পটিয়া গণহত্যা দিবসের সভায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ৭১ সালে পটিয়ার মুজাফরাবাদে তিনশতজন নারীপুরুষ শহীদ হয়েছিল। সেদিনটি স্মরণীয় করে রাখতে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তির কলঙ্কজনক অধ্যায়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এজন্য দিনটি ব্যাপকভাবে পালন করতে হবে। তিনি গতকাল বুধবার পটিয়া উপজেলার মুজাফরাবাদে ‘সমন্বয় ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদ ’ এর যৌথ উদ্যোগে এবং পটিয়া উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মুজাফরাবাদ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মুজাফরাবাদ গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজীব সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নরেন রায় চৌধুরী ও বিপ্লব সেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) . আশিক মাহমুদ, ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, ওসি প্রিটন সরকার, উপজেলা আ.লীগ সভাপতি আ..ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, বিধান রায় চৌধুরী, শহীদুল আলী মঞ্জু, সন্তোষ কুমার নন্দী, হাসান উল্লাহ চৌধুরী, জয় প্রকাশ দত্ত, হারাধন মজুমদার, রাখাল বিশ্বাস, মন্টু দাশ, প্রদীপ কর, মিঠুন চৌধুরী, কাজল কর, স্বপন চৌধুরী, মানিক কর, গোভী শংকর চৌধুরী, বিপ্লব চৌধুরী, রুপন কর, রিটন বিশ্বাস, সুকান্ত চৌধুরী, সুকান্ত বিশ্বাস, মিথুন চৌধুরী, শংকর ঘোষ, স্বপন ঘোষ, রিপন ঘোষ, সুমন চক্রবর্তী, প্রকাশ ঘোষ, রাজীব নন্দী, সজল সেন, অঞ্জন চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি মহানগর ভূমিহীন বাস্তুহারা কমান্ডের পুনর্মিলনী