সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চিকিৎসা অনুদান ও শিক্ষা বৃত্তি

| বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার জেলা কার্যালয় অফিস চত্বরে আলোচনা সভা শিক্ষা বৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা অনুদান বিতরণ জেলা কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য শিবব্রত চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জেড.এম শরীফ হোসেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণে আপনারা যে সেবা কার্যক্রম পরিচালনা করছেন তা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম মাস্টার। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম জেলা সমিতির জন্য ৫ লক্ষ ৫৫ হাজার ১০০ টাকা অনুদান বরাদ্দ দেয়া হয়। চট্টগ্রাম জেলা সমিতির ১৩ জন সদস্যের সন্তানদের শিক্ষা বৃত্তি বাবদ ৫ হাজার টাকা, ১৩৪ সদস্যকে ২ হাজার টাকা এবং ৪৫ জন সদস্যকে ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা সহ সর্বমোট ১৯২ জন সদস্যদের অনুদান প্রদান করা হয়। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এম. ইসকান্দর মিয়া তালুকদার, সহ সভাপতি লিয়াকত আলী চৌধুরী, মো. ইউনুছ, মাস্টার আবু তালেব, মাহাবুবুর রহমান, দাউদুল ইসলাম, অসীম বরণ সুশীল প্রমুখ। সভা শেষে শিক্ষা বৃত্তি, এককালিন অনুদান, চিকিৎসা সহায়তা অনুদান ও সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাধা থাকবে তবুও এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধজামালখানে সিপিডিএল আয়েশা আইকনের যাত্রা শুরু