বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায়ে ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলা চত্বরে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়ক আছাদুর রহমান জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আজিম সবুজ।
সমাবেশে বক্তব্য রাখেন মো. লুৎফর রহমান, মো. নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন, মো. আনারুল ইসলাম তোতা, মো. ইব্রাহিম খলিল, মো. আনিছুর রহমান, মো. জিয়াউল হক, শাহ্ মো. মামুন, খায়ের আহম্মেদ মজুমদার, মো. মাহমুদুল হাসান, মো. গাজিউল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. ছানাউল্লাহ, মো. জিয়াউল আলম ঠাকুর প্রমুখ।












